চকবাজারে দোকান থেকে টাকা চুরি, গ্রেপ্তার ৪

রাজধানীর চকবাজার এলাকা থেকে এক লাখ টাকা চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫২ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. বিপ্লব, মো.শাওন, মো.দ্বীন ইসলাম বাবু ও মো. সোহেল।
মঙ্গলবার (২ এপ্রিল) চকবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহিদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
তিনি বলেন, চকবাজার থানার মৌলভীবাজারের দোকানদার মো.রবিউল ইসলাম গতকাল সোমবার দুপুরে তার দোকান থেকে ৩ লাখ টাকা নিয়ে উত্তরা ব্যাংকের চকবাজার শাখার উদ্দেশ্যে রওয়ানা দেন। পথে তার ব্যাগ থেকে এক লাখ টাকার একটি বান্ডিল চুরি হয়ে যায়। এ ঘটনায় চকবাজার থানায় একটি মামলা রুজু হয়।
তিনি আরো বলেন, মামলার তদন্তকালে তথ্য প্রযুক্তির সহায়তায় চোরদের অবস্থান শনাক্ত করা হয়। ধারাবাহিক অভিযান চালিয়ে আজ(মঙ্গলবার) তাদের গ্রেপ্তার করা হয়। বাকি টাকা উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।
এমএসি/এমজে