ঘরে ঘরে হাসি ফোটাচ্ছেন প্রধানমন্ত্রী: পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ঘরে ঘরে হাসি ফোটাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতাকে হত্যা করে জাতিকে পিছনের দিকে নেওয়া হয়েছিলো, যা পূরণের জন্য আন্তরিকভাবে কাজ করছেন তিনি। জাতির পিতার স্বপ্নপূরণে আমাদের সবাইকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে পরিবেশ অধিদপ্তরে মুজিব কর্নার, অনলাইন পরিবেশগত ছাড়পত্র ও নবায়নের মোবাইল অ্যাপ এবং ত্রৈমাসিক নিউজলেটার ‘পরিবেশবার্তা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী একথা বলেন।
পরিবেশমন্ত্রী বলেন, জনগণকে সহজে সেবা দিতে হলে সকল সেবা অনলাইনে দেওয়ার ব্যবস্থা করতে হবে। পরিবেশ দূষণ প্রতিরোধে ব্যর্থদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন উদ্যোগ স্মরণীয় করে রাখতে দেশব্যাপী এবছর আট কোটিরও বেশি বৃক্ষরোপণ করা হয়েছে। এসব কর্মসূচি দেশের পরিবেশ ও প্রতিবেশ উন্নয়নে যথেষ্ট ভূমিকা পালন করবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেন, একজন দূরদর্শী রাজনীতিবিদ হিসেবে বঙ্গবন্ধু আমাদের শুধু একটি স্বাধীন দেশই উপহার দেননি, দেশের মানুষকে একটি সুস্থ্য, সুন্দর ও বাসযোগ্য পরিবেশ উপহার দেওয়ার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছিলেন। তিনি বলেন, জাতির পিতার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে আমাদের সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. এ কে এম রফিক আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান এনডিসি, অতিরিক্ত সচিব (পরিবেশ) মাহমুদ হাসান, অধিদপ্তরের উপমহাপরিচালক হুমায়ুন কবির প্রমুখ বক্তব্য রাখেন।
এমএইচএন/টিএম