‘মুক্তিযোদ্ধার সন্তান’ আমার সবচেয়ে মূল্যবান পরিচয়: মেয়র তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, আমার সব পরিচয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মূল্যবান পরিচয়, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান।
তিনি বলেন, আমি সংসদ সদস্য ছিলাম। ঢাকাবাসী আমাকে মেয়র নির্বাচিত করেছেন। কিন্তু সব পরিচয়ের মধ্যে যেটা আমাকে ছোটবেলা থেকে অনুপ্রাণিত করেছে, গভীরভাবে নাড়া দিয়েছে তা হলো আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) নগর ভবনের শীতলক্ষ্যা হলে বিজয় দিবস উপলক্ষে ঢাকা জেলা রেড ক্রিসেন্ট ইউনিট আয়োজিত বীর মুক্তিযোদ্ধা আজীবন সদস্যদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মেয়র তাপস বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ঢাকা জেলা ইউনিটের চেয়ারম্যান।
তিনি বলেন, জাতির পিতার নেতৃত্বে, জাতীয় চার নেতা দিক-নির্দেশনায় বহু আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। বঙ্গবন্ধুর অনুপ্রেরণায় মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার বিষয়গুলো নতুন প্রজন্ম যতই জানবে ততই অনুপ্রাণিত হবে।
‘টেবিলে বসে স্বাধীনতা অর্জিত হয়নি’ উল্লেখ করে মেয়র তাপস বলেন, আমরা কোনো বেতার কেন্দ্রে বক্তব্য দিয়ে স্বাধীনতা অর্জন করিনি। ১৯৪৮ সাল থেকে দীর্ঘ লড়াই-সংগ্রামের পথ পাড়ি দিয়ে স্বাধীনতা অর্জন করেছি। আমরা বীরের জাতি।
বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে অগ্রাধিকারের কথা উল্লেখ করে ডিএসসিসি মেয়র জানান, ঢাকায় ডিএসসিসির মার্কেটগুলোতে তাদের পুনর্বাসন বিবেচনা করা হবে।
অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট সোসাইটি, ঢাকা জেলা ইউনিটের আজীবন সদস্য ২৬ জন বীর মুক্তিযোদ্ধার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
ক্রিসেন্ট সোসাইটি, ঢাকা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক লায়ন শরিফ আলী খানের সঞ্চালনায় আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধাসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা বক্তব্য রাখেন। এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী উপস্থিত ছিলেন।
এএসএস/এসআরএস