ঈদের কেনাকাটা শেষে বাসায় ফেরা হলো না গৃহবধূর

রাজধানীর উত্তরা পূর্ব থানার আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ডে বাসের ধাক্কায় তানজিলা আক্তার (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি ঈদের কেনাকাটা শেষে বাসায় ফিরছিলেন বলে জানিয়েছেন তার স্বজনরা।
বুধবার (১০ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
নিহত তানজিলার স্বামী সাইফুল জানান, আজ সন্ধ্যার পর ঈদের কেনাকাটার জন্য বেরিয়েছিলাম আমরা। এসময় ঘটনাস্থল দিয়ে রাস্তা পারাপার হতে গেলে হঠাৎ একটি দ্রুতগামী বাস আমার স্ত্রীকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে। গুরুতর আহত অবস্থায় দ্রুত তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসক জানান আমার স্ত্রী আর বেঁচে নেই।
তিনি আরও বলেন, তানজিলা রায়েরবাগ খানকায়ে শরীফ এলাকায় ভাড়া থাকতেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
এসএএ/পিএইচ