করোনায় মা হারালেন নৃত্যশিল্পী আলিফ

করোনায় আক্রান্ত হয়ে নৃত্যশিল্পী মোফাসসেল হোসেন আলিফের মা জোবেদা খাতুন (৫৯) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সোমবার (২৬ এপ্রিল) দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সপ্তাহ দুয়েক আগে তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। এরপর শারীরিক নানা জটিলতা দেখা দেয়। কিছু দিন আইসিইউতে ছিলেন। নিজ জেলা ময়মনসিংহের ভালুকায় তাকে সমাহিত করা হয়। মৃত্যুকালে জোবেদা খাতুন আলিফ ও তার বোনকে রেখে যান। আলিফ যখন দ্বিতীয় শ্রেণীতে পড়েন তখনই স্বামী হারিয়েছিলেন জোবেদা।
আলিফ বাংলাদেশের গণ্ডি পেরিয়ে ভারতেও নৃত্য পরিবেশন করেন। ভারত সরকারের আইসিসিআর স্কলারশিপ নিয়ে তিনি নৃত্যের ওপর উচ্চ শিক্ষা নেন। দেশের অন্যতম জনপ্রিয় নিউজ পোর্টাল ঢাকা পোস্টের ‘সত্যের সাথে সন্ধি’ প্রোমোতে তিনি একক অভিনয় করেছিলেন। আলিফের মায়ের মৃত্যুতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তি ও সংগঠন শোক প্রকাশ করেছে।
এজেড/ওএফ