তরমুজ বিক্রেতাদের ২৪ ঘণ্টার মধ্যে রশিদ নিতে বললেন ইউএনও

পিস হিসেবে কিনে বেশি দামে কেজিতে তরমুজ বিক্রি হচ্ছে কি না এবং ক্রয়ের সঙ্গে বিক্রয় রশিদের মিল আছে কি না, তা দেখার জন্য চট্টগ্রামের হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৭ এপ্রিল) হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিনের নেতৃত্ব এ অভিযান পরিচালনা করা হয়।
রুহুল আমিন ঢাকা পোস্টকে বলেন, হাটহাজারী উপজেলার বিভিন্ন বাজারে তরমুজ কেজিতে বিক্রি হচ্ছে কি না, ক্রয় রশিদ আছে কি না, ক্রয় রশিদের সঙ্গে বিক্রয় রশিদের মিল আছে কি না ইত্যাদি বিষয় দেখভালের জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। তবে তরমুজ কেজিতে বিক্রির প্রমাণ পাওয়া যায়নি।
২৪ ঘণ্টার মধ্যে তরমুজ বিক্রেতাদের ক্রয় রশিদ সংগ্রহ করতে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান ইউএনও। প্রথম দিন ব্যবসায়ীদের সচেতন ও সতর্ক করা হয়েছে।
কেএম/আরএইচ