করোনায় আরও ১৭ জনের মৃত্যু, শনাক্ত ৯৯০

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো সাত হাজার ৫৭৬ জনে।
একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৯৯০ জন। এর মাধ্যমে আক্রান্তের সংখ্যা বেড়ে পাঁচ লাখ ১৪ হাজার ৫০০ জনে দাঁড়িয়েছে।
শুক্রবার (১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ১৯৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৫৮ হাজার ৬৫৬ জন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে দেশে ১৮০টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এসব পরীক্ষাগারে নমুনা সংগৃহীত হয় ১২ হাজার ৭৪টি। অ্যান্টিজেন, জিন-এক্সপার্ট ও আরটি-পিসিআরের মাধ্যমে নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ১০৩টি। দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩২ লাখ ৩৯ হাজার ৭০১টি।
মারা যাওয়া ১৭ জনের মধ্যে পুরুষ ১০ ও নারী সাতজন। এর মধ্যে হাসপাতালে ১৬ ও অন্যজন বাড়িতে মারা গেছেন।
মারা যাওয়াদের মধ্যে বয়স বিবেচনায় ষাটোর্ধ্ব ১২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চার, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে রয়েছেন একজন।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রামে ও খুলনায় দুজন করে এবং রংপুরের একজন রয়েছেন।
গতকালের পরিস্থিতি
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যমতে, সারাদেশে ২৮ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছিল। একই সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক হাজার ১৪ জন। সুস্থ হয়েছেন এক হাজার ৩৮৯ জন।
সেদিন দেশে ১৮০টি পরীক্ষাগারে করোনার নমুনা সংগৃহীত হয় ১৩ হাজার ২০৪টি। অ্যান্টিজেন টেস্ট, জিন-এক্সপার্ট ও আরটি-পিসিআরের মাধ্যমে নমুনা পরীক্ষা হয় ১৩ হাজার ২৫৪টি।
বৈশ্বিক পরিস্থিতি
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম প্রাণঘাতী এ ভাইরাস শনাক্ত হয়। এরপর বিশ্বের প্রায় সব দেশেই ছড়িয়ে পড়ে করোনাভাইরাস।
করোনায় আক্রান্ত ও মৃতের তথ্য সংরক্ষণ করা ওয়েবসাইট ওয়ার্ল্ড ও মিটারসে দেয়া তথ্যমতে, বিশ্বব্যাপী ভাইরাসটিতে এ পর্যন্ত আট কোটি ৩৯ লাখ তিন হাজার ২৩১ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১৮ লাখ ২৭ হাজার ৭৮৯ জনের। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন পাঁচ কোটি ৯৪ লাখ দুই হাজার ১৯৭ জন।
এফআর
