কালশীতে নির্মাণাধীন ফ্লাইওভার থেকে পড়ে শ্রমিক আহত

রাজধানীর পল্লবীর কালশী এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভার থেকে পড়ে আরমান (২৬) নামে এক রিগারম্যান (সিগন্যাল) আহত হয়েছে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকাল পৌনে ৪টায় আব্দুল মোমেন গ্রুপের নির্মাণাধীন ফ্লাইওভার থেকে পড়ে তিনি আহত হোন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
প্রত্যক্ষদর্শী অপারেটর রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আরমান রিগারম্যানের (সিগন্যাল) কাজ করে। ডিউটি করার সময় অসাবধানতাবশত হঠাৎ করে সে নিচে পড়ে যায়। পরে আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসি।
আব্দুল মোমেন গ্রুপের সেফটি অ্যান্ড সিকিউরিটির ডেপুটি ম্যানেজার মো. মশিউর রহমান বলেন, আরমান নিচে পড়ে যাওয়ার খবর পেয়ে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। শুনেছি পাশের একটি দড়ি ধরতে গিয়ে সে নিচে পড়ে যায়। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জের হাবির মিয়ার ছেলে।
ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, কালশী এলাকায় ফ্লাইওভারের কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে একজন আহত হয়েছেন। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এসএএ/এমএইচএস