এমন তাপমাত্রা থাকবে আরো কিছুদিন

দেশের অধিকাংশ এলাকা মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে। মাঝারি ও ঘন কুয়াশার সঙ্গে শীতও মোটামুটি জেঁকে বসেছে। রাতে তাপমাত্রা বেড়ে দিনে কিছুটা কমছে। রাত ও দিনের তাপমাত্রার এমন গতি আরো কিছুদিন থাকবে।
শনিবার (২ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবদুল কুদ্দুস ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এখনো দেশের একাধিক জায়গায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ধীরে ধীরে এর আকার কমে যাচ্ছে। তবে দিন ও রাতের তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না।
গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায়, ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সন্ধ্যা পর্যন্ত যা ছিল ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
ডিসেম্বরে শুরু হওয়া শৈত্যপ্রবাহটি রংপুর, মৌলভীবাজার, চুয়াডাঙ্গা, যশোর এলাকা দিয়ে মৃদুভাবে বয়ে যাচ্ছে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তার আশপাশে এলাকায় রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আবহাওয়া অফিস জানায়, বছরের প্রথম শৈত্যপ্রবাহ দেখা মিলবে আগামী ৮ থেকে ৯ জানুয়ারির দিকে। এখনো নির্দিষ্ট করা বলা যাচ্ছে না, কবে নাগাদ শুরু হতে পারে এ শৈত্যপ্রবাহটি।
একে/এসআরএস