দুই গার্মেন্টস মালিকের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞার সুপারিশ

শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ না করায় নারায়ণগঞ্জের ক্রোনী অ্যাপারেলস লিমিটেড ও অবন্তি কালারটেক্স লিমিটেডের মালিক এ এইচ এম আসলাম সানি এবং গাজীপুরের ডেনিশ নীট ওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন হাওলাদারের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞার সুপারিশ করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পররাষ্ট্র সচিব ও সুরক্ষা সেবা বিভাগের সচিবকে অনুরোধ করে চিঠি পাঠানো হয়েছে।
সোমবার (২৭ মে) সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নারায়ণগঞ্জের ক্রোনী অ্যাপারেলস লিমিটেড ও অবন্তি কালারটেক্স লিমিটেডের মালিক এ এইচ এম আসলাম সানি এবং গাজীপুরের ডেনিশ নীট ওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন হাওলাদার তাদের শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ না করায় বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পররাষ্ট্র সচিব ও সুরক্ষা সেবা বিভাগের সচিবকে অনুরোধ করেছে।
এসএইচআর/এমটিআই