পেট্রোবাংলায় শুদ্ধাচার কৌশল অংশীজন সভা অনুষ্ঠিত

পেট্রোবাংলার শুদ্ধাচার কৌশল কর্ম পরিকল্পনা ২০২৩-২৪ অনুযায়ী অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ জুন) গাজীপুরের তিতাস গ্যাসের আঞ্চলিক বিতরণ অফিসে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার। এছাড়া উপস্থিত ছিলেন, পেট্রোবাংলার পরিচালক (অপারেশন ও মাইনস) কামরুজ্জামান খান, তিতাসের ব্যবস্থাপনা পরিচালক হারুনর রশীদ প্রমুখ।
আরও পড়ুন
সভায় পেট্রোবাংলার নৈতিকতা কমিটি, তিতাস গ্যাসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সকল শ্রেণির গ্রাহকরা অংশগ্রহণ করেন। তিতাস গ্যাসের গ্রাহকরা তাদের বিভিন্ন সমস্যা, মতামত ও পরামর্শ অংশীজন সভায় তুলে ধরেন।
এসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
ওএফএ/এমএসএ