নগরে তাপমাত্রা হ্রাসে বাইসাইকেলে যাতায়াত হতে পারে সমাধান

নগরে বাইসাইকেলে যাতায়াতের পরিমাণ বৃদ্ধির মাধ্যমে জনস্বাস্থ্য রক্ষার পাশাপাশি দূষণ, যানজট, দুর্ঘটনা, শহরে তাপীয় দ্বীপের প্রভাব কমিয়ে আনাসহ বিভিন্ন সমস্যা মোকাবিলা করা সম্ভব হবে বলে উল্লেখ করেছে বিভিন্ন সংগঠন।
তারা বলছে, বিগত কয়েক দশকে নগর এলাকার তাপমাত্রা অসহনীয়ভাবে বেড়ে যাওয়ার অন্যতম কারণ যান্ত্রিক যানবাহনের ওপর নির্ভরশীলতা এবং কার্বন নির্গমন বৃদ্ধি। গবেষণায় দেখা গেছে, শুধু একদিন ব্যক্তিগত গাড়ির পরিবর্তে বাইসাইকেল ব্যবহার করা হলে কার্বন নির্গমন ৬৭ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব।
সোমবার (৩ জুন) রাজধানীর আবাহনী খেলার মাঠ থেকে ধানমন্ডি ৩/এ সড়ক হয়ে শংকর বাস স্ট্যান্ড পর্যন্ত বিশ্ব বাইসাইকেল দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে সাইকেল কর্মসূচি ও সাইকেল র্যালিতে বক্তারা এ কথা বলেন।
রায়ের বাজার উচ্চ বিদ্যালয়, ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুল, ধানমন্ডি কচিকণ্ঠ হাই স্কুল, বেঙ্গলি মিডিয়াম হাই স্কুল, কনফিডেন্স মেমোরিয়াল হাই স্কুল, ধানমন্ডি ট্যুরিজম সাইক্লিস্ট, ছায়াতল বাংলাদেশ, ফিমেল সাইকেলার্স অব বাংলাদেশ, বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদ, সূর্য শিশির রানার্স কমিউনিটি, লাল সবুজ সোসাইটি, হেলদি লিভিং, ইনস্টিটিউট অব ওয়েলবিইং বাংলাদেশ এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের সম্মিলিত উদ্যোগে এটি আয়োজন করা হয়।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৪ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ মোহাম্মদ হোসেন খোকন বলেন, জাতিসংঘের অন্তর্ভুক্ত মোট ১৯৩টি দেশ ১২ এপ্রিল ২০১৮ সালে সাধারণ সভায় ৩ জুন বিশ্ব বাইসাইকেল দিবস হিসেবে ঘোষণা করা হয়। কার্বন নিঃসরণ বিশ্বব্যাপী এক মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সাইকেল এমন একটি বাহন যার জন্য জীবাশ্ম জ্বালানি প্রয়োজন হয় না। সাধারণত একটি যাত্রীবাহী যান্ত্রিক যান বছরে প্রায় ৫ মেট্রিক টন কার্বন নির্গমন করে। নিত্যপ্রয়োজনে বাইসাইকেল ব্যবহারের মাধ্যমে কার্বন নির্গমনের পরিমাণ উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা সম্ভব।
বক্তারা বলেন, অপরিকল্পিত নগরায়ন, অতিরিক্ত যানবাহনের ব্যবহার নগর এলাকায় তাপমাত্রা বৃদ্ধির অন্যতম কারণ। স্বল্প দূরত্বেও যান্ত্রিক যান ব্যবহার করায় প্রচুর পরিমাণে কার্বন মনোক্সাইড, কার্বন-ডাই-অক্সাইড এবং ওজোন নির্গত হচ্ছে। বর্তমানে ঢাকা মেট্রোতে নিবন্ধিত ব্যক্তিগত গাড়ির সংখ্যা ৩,৪২,৭৪৪টি। এ সংখ্যা আরো বৃদ্ধি পেলে তাপমাত্রা আরো অসহনীয় হয়ে উঠবে। বিগত ১০ বছরে ঢাকার তাপমাত্রা বেড়েছে ৬ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরো বৃদ্ধি পেলে প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা, ডেঙ্গুসহ বিভিন্ন রোগ এবং শহরে তাপীয় দ্বীপের প্রভাব বেড়ে যাবে।
বক্তারা আরও বলেন, ঢাকা শহরে তরুণদের মধ্যে বাইসাইকেলের জনপ্রিয়তা রয়েছে। ঢাকা বিশদ অঞ্চল পরিকল্পনা (২০১৬-২০৩৫) অনুযায়ী, ঢাকা শহরে প্রতিদিন প্রায় ২ লাখ মানুষ সাইকেলে যাতায়াত করে। কিন্তু সাইকেলবান্ধব অবকাঠামো না থাকায় তাদের ঝুঁকি নিয়ে সাইকেল চালাতে হচ্ছে। কিছু সড়কে শুধু রং দিয়ে সাইকেল লেন চিহ্নিত করে দেওয়াই যথেষ্ট নয়। এজন্য স্বল্প ও দূরবর্তী যাতায়াতের জন্য সাইকেলের রাস্তা, প্রয়োজনীয় অবকাঠামোসহ একটি সমন্বিত সাইকেল নেটওয়ার্ক তৈরির পাশাপাশি অন্যান্য সুবিধাদি যেমন, নিরাপদ সাইকেল পার্কিং, মেরামতের ব্যবস্থা, ছাউনি, বসার ব্যবস্থা, পানি ও গণশৌচাগারের ব্যবস্থা থাকা আবশ্যক।
এএসএস/জেডএস