চট্টগ্রামের চাঁদপুর জেলা কল্যাণ পরিষদের নির্বাচনে অনিয়মের অভিযোগ

চট্টগ্রামের চাঁদপুর জেলা কল্যাণ পরিষদের ত্রিবার্ষিক নির্বাচনে অনিয়ম স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। এনিয়ে চট্টগ্রামের জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ফরিদুল আলম তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সাধারণ সভার বৈঠকে কোনো এজেন্ডা না থাকা, নির্বাচন কমিশনে নিয়ম ভঙ্গ করে সচিব নামে পদ সৃষ্টি, সভাপতি চট্টগ্রামে বসবাস না করেও সভাপতি হিসাবে আসীন থাকা এবং বৈশ্বিক কারণ দেখিয়ে নির্বাচন কমিশন কমিটির মেয়াদ বাড়িয়ে দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ উঠে। এ বিষয়ে চাঁদপুর জেলা কল্যাণ পরিষদের এক সদস্য জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক বরাবর অভিযোগ দেওয়া হয়।
চট্টগ্রামের জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ফরিদুল আলম জানান, চাঁদপুর জেলা কল্যাণ পরিষদের সদস্য মো. নঈমুল ইসলাম ফরিদ নামে একজন একটি অভিযোগ দিয়েছেন এবং বিষয়টি এখনো তদন্তাধীন রয়েছে।
সূত্র জানায়, চাঁদপুর জেলা কল্যাণ পরিষদের সদস্য মো. নঈমুল ইসলাম ফরিদ নামে একজন সদস্যের অভিযোগের ভিত্তিতে জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ফরিদুল আলম তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
৩ জুন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক কর্তৃক গঠিত কমিটির আহ্বায়ক হলেন, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক উর্বশী দেওয়ান, সদস্য শহর সমাজ সেবা কার্যালয়ের-অফিসার মো. আশরাফ উদ্দিন এবং অপর সদস্য হলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের অফিসার (রেজি.) মো. সোহানুর রহমান। কমিটিকে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
চাঁদপুর জেলা কল্যাণ পরিষদের সভাপতি আ.ন. ম শামীম হাসান তার বিরুদ্ধে অনিয়ম স্বেচ্ছাচারিতার অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে একটি মহল নানা ষড়যন্ত্র করছে। সব নিয়ম মেনেই প্রতিষ্ঠান পরিচালনা করা হচ্ছে। বছর বছর অডিট করা হচ্ছে।
চাঁদপুর জেলা কল্যাণ পরিষদের সদস্য মো. নঈমুল ইসলাম ফরিদ বলেন, সাধারণ সভার বৈঠকে কোনো এজেন্ডা না থাকা, নির্বাচন কমিশনে নিয়ম ভঙ্গ করে সচিব নামে পদ সৃষ্টি, সভাপতি চট্টগ্রামে বসবাস না করেও সভাপতি হিসাবে আসীন থাকা, কমিটি অনুমোদন না নেওয়া এবং বৈশ্বিক কারণ দেখিয়ে নির্বাচন কমিশন কমিটির মেয়াদ বাড়িয়ে দেয়াসহ নানা অনিয়মের মধ্য দিয়ে চাঁদপুর জেলা কল্যাণ পরিষদ (চট্ট-৩১৭১) রেজিস্ট্রেশনের আবেদন করা হয়। ২০১৫ সালে চাঁদপুর জেলা কল্যাণ পরিষদ সমাজ সেবা কার্যালয়ে আবেদন করলে গোয়েন্দা সংস্থার নেতিবাচক প্রতিবেদন থাকায় আর রেজিস্ট্রেশন দেয়া হয়নি। পরে ২০১৮ সালে চট্টগ্রাম সমাজ সেবা কার্যালয় থেকে একই নামে রেজিস্ট্রেশন নেন তিনি।
আরএমএন/এসকেডি