রিকশার দখলে পুরান ঢাকার সড়ক

করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের কারণে পুরান ঢাকার সড়কগুলোতেও অনেকটাই যানবাহন শূন্য হয়ে পড়ে। স্বাভাবিক সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামনে থেকে রাজধানীর বিভিন্ন গন্তব্যে শত শত বাস যাতায়াত করত। তবে বিধিনিষেধে বাস বন্ধ থাকায় সড়ক এখন রিকশার দখলে।
রোববার (২ মে) সকাল থেকে পুরান ঢাকার বিভিন্ন সড়ক ঘুরে এ চিত্র দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, চিত্তরঞ্জন এভিনিউ, তাঁতীবাজার মোড়, নবাবপুর রোড, জনসন রোড, ইংলিশ রোড, সূত্রাপুর বাজার রোড, ওয়ারীর টিপু সুলতান রোডসহ আশপাশের বিভিন্ন সড়কে রিকশা চলাচল বেড়েছে আগের তুলনায় অনেক বেশি। তবে সড়কে রিকশা চলাচল স্বাভাবিক থাকলেও ভাড়া বেশি হওয়ায় অনেকে হেঁটে বিভিন্ন জায়গায় যাতায়াত করছেন। এছাড়া সড়কে অল্পসংখ্যক প্রাইভেটকার ও মোটরসাইকেল চলাচল করছে।

রিকশাচালক মো. রহিম বলেন, ‘লকডাউনে’ রিকশাই বেশি চলছে। তবে সকাল থেকে বেশি আয় করতে পারিনি। মানুষ ভাড়া শুনেই চলে যায়, রিকশায় ওঠে না। ভাড়া কম বলে। ভাড়া যেটা সেটাই বলি, বেশি ভাড়া চাই না।
সদরঘাট থেকে মালিবাগ যাবেন মো. সাজ্জাদ হোসেন। তিনি বলেন, ব্যবসার কাজের জন্যে বের হয়েছি। গাড়ি পাচ্ছি না। রিকশাওয়ালারা ভাড়া বেশি চায়। তাই মোটরসাইকেলের জন্য অপেক্ষা করছি।
এসএসএইচ