করোনামুক্ত অধ্যাপক এ বি এম আব্দুল্লাহ, স্ত্রী আইসিইউতে

প্রাণঘাতী করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ও ইউজিসি অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ। তবে এখনও আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আছেন তার স্ত্রী অধ্যাপক মাহমুদা বেগম।
শনিবার (২ জানুয়ারি) দুপুরে এ বি এম আব্দুল্লাহ নিজেই ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় তার নেগেটিভ ফল আসে।
তিনি বলেন, ‘আগের তুলনায় আল্লাহর রহমতে ভালো আছি। আমার স্ত্রীর অবস্থা অতটা ভালো না। তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন। তার জন্য এখনও হাসপাতালেই অবস্থান করছি। বাসায় যাওয়া হয়নি।’
এ সময় যারা মুঠোফোনসহ বিভিন্ন মাধ্যমে খোঁজ-খবর নিয়েছেন, দোয়া করেছেন এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অধ্যাপক এ বি এম আব্দুল্লাহ। একই সঙ্গে নিজের পূর্ণ সুস্থতা ও তার স্ত্রীর আশু আরোগ্যের জন্য দোয়া চান তিনি।
প্রসঙ্গত, গত ১৫ ডিসেম্বর সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নমুনা পরীক্ষা করা হয়। অল্প সময়ের ব্যবধানে সরবরাহ করা রিপোর্টে করোনা পজিটিভ আসে। ওইদিন বিকেল আড়াইটার দিকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন এ বি এম আবদুল্লাহ। এর দুই দিন পর করোনা আক্রান্ত হন তার স্ত্রী অধ্যাপক মাহমুদা বেগম। এরপর থেকে দুজনে একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
টিআই/এইচকে