চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪ মাসে ২১ কেজি হেরোইন জব্দ হয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, মাদক সমস্যার গুরুত্ব অনুধাবন করে বর্তমান সরকার মাদক নির্মূল ও সন্ত্রাস দমনে দৃঢ় পদক্ষেপ নিয়েছে। সে ধারাবাহিকতায় দেশের সীমান্তবর্তী জেলায় চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ২১ দশমিক ৭ কেজি হেরোইন ১২৫ কেজি গাঁজা, ২৩ হাজার ৫০৭ পিস ইয়াবা ও ৩ হাজার ৭৭১ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়েছে।
বুধবার (১২ জুন) বাংলাদেশ জাতীয় সংসদের অধিবেশনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মু. জিয়াউর রহমানের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
জিয়াউর রহমান স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করেন, আমার নির্বাচনী এলাকায় মাদক নির্মূল ও সন্ত্রাস দমনে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে?
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সব আইন প্রয়োগকারী সংস্থা সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে ২০২৩ সালে ১ হাজার ৩৯৫টি মামলা দায়ের করেছে। এসব মামলায় ১ হাজার ৬৯৯ জন মাদক চোরাকারবারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে।
আরও পড়ুন
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৩ সালে ৭১৮ দশমিক ৮ কেজি গাঁজা, ৫২ দশমিক ৫ কেজি হেরোইন, ৩৪ হাজার পিস ইয়াবা এবং ৫ হাজার বোতল ফেন্সিডিল জব্দ করা হয়েছে। চলতি বছর ৪৮৩টি মামলা দায়ের করা হয়েছে। সে অনুযায়ী ৭৪৫ জন মাদক চোরাকারবারীকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের পাশাপাশি দেশের তরুণ ও যুব সমাজকে মাদকের ভয়াবহ আগ্রাসন থেকে রক্ষা করার জন্য গণসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে জানুয়ারি ২০২৩ থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৬৫টি মাদকবিরোধী সভা-সেমিনার, ৯৫টি স্থানে মাদকবিরোধী শর্ট ফিল্ম প্রদর্শন, বিভিন্ন কারাগারে বন্দিদের নিয়ে ৬টি মাদকবিরোধী আলোচনা সভা আয়োজন এবং ৬৭টি শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী সভার আয়োজন করা হয়েছে। একইসঙ্গে ৪০ জন শিক্ষককে মেন্টর হিসেবেও প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
আরএইচটি/এসএম