ডিএনসিসির অভিযানে ২৬টি মামলায় ৪৫ হাজার টাকা জরিমানা

করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকারঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করা, মাস্ক না পরা এবং স্বাস্থ্যবিধি না মানার কারণে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
রোববার (২ মে) ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্টে মোট ২৬টি মামলায় সর্বমোট ৪৫ হাজার ৯০ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানিয়েছেন ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মুহাম্মাদ তাজুল ইসলাম।
তিনি জানান, রোববার ডিএনসিসি এলাকার ১ নম্বর অঞ্চলের ১ নম্বর ওয়ার্ডে নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা প্রিয়াংকা পরিচালিত মোবাইল কোর্টে ৪টি মামলায় ২৮ হাজার টাকা, ৩ নম্বর অঞ্চলের ১৯ নম্বর ওয়ার্ডে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ পরিচালিত মোবাইল কোর্টে ৬টি মামলায় ১০ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া ৬ নম্বর অঞ্চলের ৫১ নম্বর ওয়ার্ডে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীন পরিচালিত মোবাইল কোর্টে ৮টি মামলায় ৪ হাজার ২৯০ টাকা এবং ৯ নম্বর অঞ্চলের ৩৯ ও ৪০ নম্বর ওয়ার্ডে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন পরিচালিত মোবাইল কোর্টে ৮টি মামলায় ১ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়। এভাবে মোট ২৬টি মামলায় আদায়কৃত জরিমানার সর্বমোট পরিমাণ ৪৫ হাজার ৯০ টাকা।
এসময় সকলকে সরকারের নির্দেশনাসহ স্বাস্থ্যবিধিগুলো যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয় বলেও জানান আবুল বাসার মুহাম্মাদ তাজুল ইসলাম।
এএসএস/এনএফ