পরিবেশ সুরক্ষায় গণমাধ্যমের সহায়তা চান মন্ত্রী

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, জীববৈচিত্র সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় সরকার নিরলস কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
তিনি বলেছেন, বায়ুদূষণ নিয়ন্ত্রণে সরকার অবৈধ ইটভাটা, যানবাহন, কলকারখানার বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ কাঙ্ক্ষিত পর্যায়ে আনতে সরকারের সকল উদ্যোগের সঙ্গে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। পলিথিন, প্লাস্টিকসহ ক্ষতিকর বস্তুর ব্যবহার রোধসহ সার্বিক পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা সৃষ্টিতে সহায়তার জন্য আমি গণমাধ্যমগুলোর সহায়তা চাই।
শনিবার (২ জানুয়ারি ) দুপুরে অনলাইন পোর্টাল দ্যা নিউজের বর্ষপূর্তি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে মন্ত্রী এসব কথা বলেন।
শাহাব উদ্দিন বলেন, দেশের অভ্যুদয় থেকে শুরু করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাসহ জাতীয় বিভিন্ন ক্রান্তিকালে গণমাধ্যম বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। দুর্নীতি, অনিয়ম দূর করতে দেশের গণমাধ্যমগুলোর দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয়।
মন্ত্রী বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার অবাধ তথ্য প্রবাহ ও জনগণের মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। এজন্য সরকার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার পাশাপাশি অনলাইন গণমাধ্যমকেও পর্যায়ক্রমে রেজিস্ট্রেশন প্রদান অব্যাহত রেখেছে।
দ্যা নিউজের বর্ষপূর্তি উপলক্ষে তিনি বলেন, জনপ্রিয় নতুন এ গণমাধ্যমটি সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করলেই জনগণের কল্যাণ হবে। ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও গুজব প্রচার থেকে বিরত থাকতে আমি এ গণমাধ্যমের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই।
সরকারের সকল পদক্ষেপ জনগণকে অবহিত করতে গণমাধ্যম কার্যকরী ভূমিকা পালন করতে পারে উল্লেখ করে পরিবেশ মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেশের অধিকাংশ মানুষকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এনেছেন। গৃহহীনদের বাসস্থানের ব্যবস্থা করছেন। জনকল্যাণে গৃহীত সরকারের এসব পদক্ষেপ সম্পর্কে জনগণকে অবহিত করতে গণমাধ্যম আরও কার্যকরী ভূমিকা পালন করতে পারে। বাংলাদেশের মুক্তির সম্পর্কে সবাইকে জানাতে গণমাধ্যমে মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস ও চেতনার প্রচার অব্যাহত রাখতে হবে বলে জানান তিনি।
এইচএন/এমএইচএস