মেট্রোরেল, বরিশাল ও চট্টগ্রাম পুলিশে নতুন কর্তা
বাংলাদেশ পুলিশের ১৫ পুলিশ সুপারের (এসপি) পর একই দিনে ডিআইজি পদের ১০ জনকে বদলি করে নতুন দায়িত্বে পাঠানো হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করে তাদের নতুন কর্মস্থলে পাঠানো হয়।
প্রজ্ঞাপনে ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি), মেট্রোরেল পুলিশের দায়িত্ব দেওয়া হয়েছে মো. মাহবুবুর রহমানকে। এ ছাড়া, বরিশাল রেঞ্জের ডিআইজি হিসেবে মো. ইলিয়াস শরীফ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনারের দায়িত্ব পেয়েছেন মো. সাইফুল ইসলাম।
প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
একইদিনে ১৫ জন এসপিকে বদলি করা হয়। নতুন ১৪ জেলায় দেওয়া হয়েছে নতুন এসপি।
জেলাগুলো হচ্ছে রংপুর, কুমিল্লা, সিলেট, কুষ্টিয়া পটুয়াখালী, বরগুনা, বগুড়া, ফেনী, পাবনা, টাঙ্গাইল নীলফামারী, যশোর, মাদারীপুর, সুনামগঞ্জ।
এআর/এমজে