মমতার বিজয়ে বার্তা পাঠাচ্ছে বাংলাদেশ

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় বসতে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। আগামী বুধবার (৫ মে) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি শপথ নেবেন। তৃণমূলের এই বিজয়ে মমতাকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠাবে বাংলাদেশ।
মঙ্গলবার (৪ মে) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মমতার শপথ গ্রহণের পর বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের বার্তা তার (মমতার) অফিসে পাঠাবে কলকাতার বাংলাদেশ মিশন।
জানা যায়, বার্তায় মমতার তৃতীয় মেয়াদে মুখ্যমন্ত্রী এবং তার দল তৃণমূলকে শুভেচ্ছা জানানো হবে। পাশাপাশি পশ্চিমবঙ্গের সঙ্গে বিভিন্ন বিষয়ে একসঙ্গে কাজ করার বার্তা থাকবে ঢাকার পক্ষ থেকে।
পশ্চিমবঙ্গের নির্বাচনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপিকে হারিয়ে তৃতীয়বারের মতো ক্ষমতায় এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। ২৯২টি আসনের মধ্যে ২১৩ টিতে জয় পেয়েছে মমতার দল। অন্যদিকে বিজেপি পেয়েছে ৭৭টি আসন।
এনআই/এমএইচএস