ধানমন্ডিতে চলন্ত রিকশা থেকে পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় চলন্ত রিকশা থেকে ছিটকে পড়ে নাদিম হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ মে) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় নাদিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের আত্মীয় নাহিদুর রহমান ঢাকা পোস্টকে বলেন, নাদিম রিকশায় করে ধানমন্ডির মেট্রো শপিং কমপ্লেক্সের সামনে দিয়ে যাচ্ছিলেন। রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে চলন্ত রিকশা থেকে ছিটকে পড়ে তিনি মাথায় আঘাত পান। পরে গুরুতর আহত অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে নাদিম কীভাবে রিকশা থেকে পড়ে গেল বা পেছন থেকে কোনো গাড়ি ধাক্কা দিয়েছিল কি-না সে বিষয়ে কিছু জানি না।
নিহত নাদিম শুক্রাবাদ এলাকায় ভাড়া থাকতেন। দুই ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। তিনি লক্ষ্মীপুর জেলার সদর থানার দিলসাধপুর গ্রামের মাহমুদ ভুঁইয়ার ছেলে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, রাত সাড়ে দশটার নাদিম নামে ওই যুবককে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা ধানমন্ডি থানাকে জানিয়েছি। তারা তদন্ত করে দেখবে।
এসএএ/এমএইচএস