চট্টগ্রামে আড়াই হাজার কেজি পলিথিন জব্দ, জরিমানা ৫০ হাজার

চট্টগ্রামের চাক্তাইয়ের একটি কারখানা ও গুদাম থেকে আড়াই হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুলাই) জাতীয় নিরাপত্তা গোয়েন্দা চট্টগ্রাম মেট্রো শাখার তথ্যে চাক্তাইয়ের ফুলতলা এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসন।
আরও পড়ুন

অভিযানে ওই এলাকার বিসমিল্লাহ পলি ইন্ডাস্ট্রিজ নামে একটি পলিথিন ব্যাগ উৎপাদন কারখানাকে ৫৫ মাইক্রনের কম পুরুত্বের পলিথিন উৎপাদনের জন্য পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(ক) ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং সেখানে থাকা ৫৬৫ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসান বলেন, চাক্তাই থেকে আড়াই হাজারের বেশি অবৈধ পলিথিন জব্দ করা হয়। একটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আরএমএন/এমজে