৭৩০ কোটি টাকা ব্যয়, তবু ডুবল ঢাকা

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। সেইসব খবর থেকে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
বছরের পর বছর যায়, মন্ত্রী-মেয়রের পরিবর্তন হয়, কিন্তু বৃষ্টির মৌসুমে রাজধানী ঢাকার জলাবদ্ধতা পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয় না। টানা কিছুক্ষণ ভারী বৃষ্টি হলে ঢাকার কোনো না কোনো এলাকা ডুববে—এটি যেন নিয়ম হয়ে গেছে। অথচ গত চার বছরে ঢাকার দুই সিটি করপোরেশন জলাবদ্ধতা নিরসনে কমপক্ষে ৭৩০ কোটি টাকা খরচ করেছে। কিন্তু এর সুফল কতটা পাওয়া গেছে, তা গতকাল শুক্রবার সকালের তিন ঘণ্টার বৃষ্টি দেখিয়ে দিয়েছে।
এর পাশাপাশি অন্যান্য খবরগুলো দেখে আসি—
প্রথম আলো
৭৩০ কোটি টাকা ব্যয়, তবু ডুবল ঢাকা
পুলিশ তাদের বার্তায় গতকাল দুপুরে বৃষ্টিতে ডুবে যাওয়া রাজধানীর ২২টি এলাকার কথা উল্লেখ করেছে। এর মধ্যে রয়েছে ফকিরাপুল, নয়াপল্টন, বায়তুল মোকাররম, শান্তিনগর, মালিবাগ মোড়, আরামবাগ, প্রগতি সরণি, নিউমার্কেট, ধানমন্ডির রাপা প্লাজা, বংশাল, মিরপুর রোকেয়া সরণি, দয়াগঞ্জ মোড়, সায়েদাবাদ বাস টার্মিনাল, নিমতলী, টয়েনবি সার্কেল রোড, ধানমন্ডি ২৭, এলিফ্যান্ট রোড, মৎস্য ভবন, কারওয়ান বাজার, বিজয় সরণি, ঢাকা গেট ভিআইপি রোড ও মিরপুর মাজার রোড। তবে প্রকৃতপক্ষে তখন রাজধানীতে ডুবে যাওয়ার এলাকার সংখ্যা আরও অনেক বেশি ছিল।
বণিক বার্তা
চাহিদার তুলনায় উৎপাদন বেশি, উৎপাদন খরচ মাত্র ১০ টাকা তবু আলুর কেজি ৬০ টাকা
দেশে আলুর সর্বোচ্চ বার্ষিক চাহিদা ৮০ লাখ টন। আর সদ্য বিদায় নেয়া ২০২৩-২৪ অর্থবছরে দেশে আলু উৎপাদন হয়েছে ১ কোটি ১০ লাখ টনের কাছাকাছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এ পরিসংখ্যান বলছে, গত অর্থবছরে বাংলাদেশে আলু উৎপাদন হয়েছে চাহিদার চেয়ে অন্তত প্রায় ৩০ লাখ টন বেশি। আর কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য অনুসারে, এসব আলু উৎপাদনে কেজিপ্রতি খরচ পড়ে মাত্র ১০ টাকা ৫১ পয়সা।
বাজার বিশ্লেষকরা বলছেন, আলুর মূল্যবৃদ্ধির প্রবণতা অবিশ্বাস্য রকম বেশি। তাদের ভাষ্যমতে, কৃষি মন্ত্রণালয়ের তথ্য সঠিক হলে উৎপাদনের পর ১০-১৫ শতাংশ নষ্ট হওয়ার পরও দেশে উদ্বৃত্ত আলু থাকার কথা। আবার আমদানিতেও বাধা নেই। সে হিসেবে দামও কম হওয়ার কথা। কিন্তু বাজারের চিত্র বলছে ভিন্ন কথা। রাজধানীর কারওয়ান বাজারে গতকাল পাইকারিতে প্রতি কেজি আলু বিক্রি হয়েছে ৫৪ টাকা দরে। আর খুচরায় তা বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে।
মানবজমিন
আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি
আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট নিয়ে ভয়ঙ্কর জালিয়াতির অভিযোগ উঠেছে অটোমোবাইল এসোসিয়েশন অব বাংলাদেশ-এর বিরুদ্ধে। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে গোপনে ভুয়া আন্তর্জাতিক পারমিট সরবরাহ করে প্রতারণা করছে। তাদের দেয়া এসব পারমিটের উপর আস্থা রেখে বিদেশে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন প্রবাসীরা।
আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট পেতে চালককে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি-বিআরটিএ কর্তৃক বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হয়। সেই লাইসেন্সের উপর ভিত্তি করেই আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট দেয়া হয়। তবে এজন্য নতুন করে কোনো পরীক্ষা দিতে হয় না।
আরও পড়ুন
দেশ রূপান্তর
জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর মজুদ শূন্য
দেশে সরকারি পর্যায়ে জন্মনিয়ন্ত্রণ উপকরণ এবং মা-শিশু স্বাস্থ্য ও কিশোরী প্রজনন স্বাস্থ্যসেবার ওষুধের তীব্র সংকট চলছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তর উপজেলা স্বাস্থ্যকেন্দ্র এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে বিনামূল্যে মা ও শিশুদের এসব সামগ্রী সরবরাহ করে।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের একজন বিভাগীয় পরিচালক নাম প্রকাশ না করার শর্তে দেশ রূপান্তরকে বলেন, কমপক্ষে ৬ মাসের ও সর্বোচ্চ ১০ মাসের মজুদ থাকতে হয়। এটা আদর্শ মান। এটা মেনেই আমরা সরবরাহ করি ও এসব উপকরণ-ওষুধ কিনতে হয়, যাতে মজুদশূন্য না হয়। কিন্তু সঠিক সময়ে এসব সামগ্রী কেনা হয়নি বলেই মজুদ শেষ হয়ে গেছে। এ কেনাকাটা নিয়ে অনেক কথা হয়েছে। কিন্তু কাজ হয়নি।
ইত্তেফাক
সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে গ্যাস উৎপাদন, সংকট প্রকট
স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে বাংলাদেশ। উন্নত দেশ গড়ার রূপকল্প নিয়ে এগিয়ে যাচ্ছে সরকার। উন্নত দেশ গড়ার পথে প্রধান শর্তগুলোর একটি শিল্পের উন্নয়ন। কিন্তু শিল্পের বিকাশ এবং বিদ্যমান উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য যে পরিমাণ জ্বালানি দরকার তা উৎপাদন ও সরবরাহে পিছিয়ে পড়ছে রাষ্ট্রীয় ও সরকারি সংস্থাগুলো।
দেশে শিল্পের উন্নয়ন, আর্থিক প্রবৃদ্ধি এবং জনসংখ্যা বৃদ্ধির কারণে স্বাভাবিকভাবে জ্বালানি গ্যাসের চাহিদা বেড়েছে। গ্যাস অনুসন্ধান, উৎপাদন এবং আমদানির মিশ্রণে এ চাহিদা মেটানোর পরিকল্পনা এক যুগের বেশি সময় আগে করেছে সরকার।
আজকের পত্রিকা
সরকারি চাকরিতে প্রবেশের কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপী আন্দোলন করছেন শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। কয়েক দিন ধরে তাঁরা বিক্ষোভ সমাবেশ ও ‘বাংলা ব্লকেড’ নামে অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এই অবস্থায় সরকারও বিষয়টি সমাধানের পথ খুঁজছিল।
সরকারের গুরুত্বপূর্ণ একাধিক সূত্র বলছে, কোটাব্যবস্থা সংস্কার করে কোন কোটা কীভাবে কমানো যেতে পারে, তা নিয়ে সরকারের ভেতরে আলোচনা শুরু হয়েছে। সরকার চাইছে সবার কাছে গ্রহণযোগ্য একটি সমাধান দিতে। অনানুষ্ঠানিকভাবে হলেও এ বিষয়ে সরকারের নীতিনির্ধারকদের মধ্যে আলাপ হচ্ছে দফায় দফায়। প্রধানমন্ত্রী চীন থেকে দেশে ফেরার পরও সরকারের ওপর মহলে আলাপ হয়েছে বিষয়টি নিয়ে।
কালবেলা
আসামি ছিনতাই কৃষক লীগ নেত্রী গ্রেপ্তার
পুলিশের কাজে বাধা ও আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে খুলনার বাসা থেকে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক হালিমা রহমান ও তার স্বামীসহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে নগরীর বাস্তুহারা আবাসিক কলোনি থেকে তাদের আটক করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। খালিশপুর থানার ওসি মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
খালিশপুরের ওসি আনোয়ার হোসেন জানান, রাত ৯টার দিকে বাস্তুহারা কলোনির ২ নম্বর রোডে ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানকে কুপিয়ে ও মারধর করে জখম করে ওই এলাকার সন্ত্রাসীরা। তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে মাদক ব্যবসা, ছিনতাই, ধর্ষণসহ বহু অভিযোগ রয়েছে। তারাই হালিমা রহমানের বাসভবনে আত্মগোপন করেছিল। সেই আসামিদের ধরতে গেলে হালিমা ও তার লোকজন পুলিশকে আটকে তাদের ওপর হামলা চালায়। সে সময় ওই নেত্রী ও তার স্বামীসহ ১৪ জনকে আটক করা হয়। এ ছাড়া হত্যাচেষ্টা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া সারা দেশে পূজা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত; রেলস্টেশন আছে, ব্যবহার নেই; লেগুনায় কাঁদছিল শিশু, যাত্রীদের সন্দেহে ধরা পড়ল অপহরণকারী—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।
