রাজধানীতে ইয়াবাসহ গ্রেফতার ১০

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা ও আদাবর থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ১০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ।
মঙ্গলবার (৫ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে রাজধানীর মোহাম্মদপুরের বসিলা ব্রিজ এলাকা থেকে বেদে ছদ্মবেশে মাদক পাচারকালে ৭৭ হাজার পিস ইয়াবাসহ ৫ জনকে গ্রেফতার করে র্যাব-২ এর একটি দল।
বিষয়টি নিশ্চিত করে র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, বুধবার বিকেল ৫টায় কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
এদিকে রাজধানীর আদাবর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১২ হাজার পিস ইয়াবাসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ।
গ্রেফতাররা হলেন- মো. নুরুল ইসলাম ওরফে রিগান (৩৩), মো. জামাল হোসেন (৩৬), জাবের হোসেন নিলয় (১৮), মো. আলী হোসেন তন্ময় (২১) ও রাজীব সূত্রধর (২৫)।
উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু বলেন, মঙ্গলবার (৪ মে) রাতে আদাবর থানার শেখেরটেক প্রবাল হাউজিং রিং রোড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা অবৈধ ইয়াবার ব্যবসা ও বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আদাবর থানায় মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে ডিএমপির মিডিয়া অ্যান্ড মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ সূত্রে জানা যায়, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য বিক্রয় ও সেবনের দায়ে ৩৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১৯ হাজার ৪শ ৪৭ পিস ইয়াবা, ৩২ গ্রাম হেরোইন ও ২ কেজি ৬০৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (৪ মে) সকাল ছয়টা থেকে আজ (বুধবার) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮টি মামলা দায়ের করা হয়েছে।
জেইউ/এইচকে