কর্মকর্তাদের ব্যয়সীমা নির্ধারণ করে দিল ইসি

কর্মকর্তাদের জন্য ব্যয়সীমা বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে দাপ্তরিক কাজে বছরে সর্বোচ্চ ২৫ লাখ টাকা ব্যয় করতে পারবেন কর্মকর্তারা।
সংস্থাটির বাজেট শাখার উপ-সচিব মোহাম্মদ হাবিবুর রহমান ইতোমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে পাঠিয়েছেন।
নির্দেশনায় বলা হয়েছে— নির্বাচন কমিশন সচিবালয়ের যে সকল শাখা/দপ্তর/অধিশাখা/অনুবিভাগ থেকে ক্রয় কার্য সম্পাদন করা হয়ে থাকে সে সকল শাখা/দপ্তর/অধিশাখা অনুবিভাগ প্রধানগণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পিপিআর-২০০৮ এর বিধি ৮১ এবং বিধি ৬৯(১) এবং (৬)(ক) ও (গ) এ উল্লেখ আছে; বিধি-৮১ সরাসরি নগদ ক্রয়ের বাৎসরিক মোট পরিমাণ -প্রতি ক্রয়ের ক্ষেত্রে অনধিক ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা কিন্তু বৎসরে অনধিক ১০(দশ) লক্ষ টাকা। এ ছাড়া ৬৯(১) এবং (৬)(ক) ও (গ) রাজস্ব বাজেটের অধীন ক্রয়ের ক্ষেত্রে- পণ্য ও সংশ্লিষ্ট সেবা ক্রয়ের জন্য প্রতিটি ক্ষেত্রে অনধিক ৩ (তিন) লক্ষ টাকা; তবে বৎসরে সর্বোচ্চ ১৫ (পনের) লক্ষ টাকা। এছাড়া কার্য ও ভৌত সেবা ক্রয়ের জন্য প্রতিটি ক্ষেত্রে অনধিক ৬ (ছয়) লক্ষ টাকা; তবে বৎসরে সর্বোচ্চ ২৫ (পচিঁশ) লক্ষ টাকা।
নির্দেশনায় আরো বলা হয়েছে, সচিবালয়ের রাজস্ব বাজেটের অধীন সচিবালয় পর্যায়ে সকল ক্রয়ের ক্ষেত্রে ক্রয়কারী একজন। এই পদ্ধতিতে ক্রয়কার্য শুরু করার পূর্বে সচিবালয়ের হিসাব শাখা থেকে বর্তমান স্থিতি এবং ব্যয় সংক্রান্ত তথ্য সংগ্রহ করে ক্রয়কার্য সম্পাদন করা একই সাথে সংশ্লিষ্ট সকলকে অর্থ ব্যয়ের ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ, বাজেট অনুবিভাগ-১ এর সময়ে সময়ে জারিকৃত অন্যান্য অনুশাসন অনুসরণ করতে হবে।
এসআর/এনএফ