ঢাকার রাস্তায় বেড়েছে যানচলাচল
সচল হতে শুরু করেছে রাজধানীর জনজীবন, সড়কে বেড়েছে যানচলাচল। মঙ্গলবার সকাল থেকে ঢাকার সড়কগুলোতে সিএনজি, অটোরিকশা ও মালবাহী ট্রাক চলাচল করতে দেখা যায়।
এছাড়া দূরপাল্লার কিছু বাসও এদিন চলাচল করে।
রাত ৮টার পর সরেজমিনে রাজধানীর বিমানবন্দর সড়ক, কুড়িল বিশ্বরোড, বাড্ডা ও মহাখালী এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।
বাড্ডা এলাকায় স্টার লাইন, সোহাগ পরিবহন ও তিশা পরিবহনের কিছু বাস চলাচল করতে দেখা যায়।
গত পাঁচদিনের স্থবিরতা কাটিয়ে ধীরে ধীরে আবারও সচল হতে থাকে রাজধানী ঢাকা। তবে কারফিউ থাকায় বেশিরভাগ দোকানপাট খোলেনি।
তবে প্রধান সড়কের বাইরের অলিগলিতে খুলেছে দোকানপাট।
এমএ