বন্ধ মোবাইল ডাটা
টানা ৫ দিন বন্ধ থাকার পর সীমিত পরিসরে চালু হয়েছে ইন্টারনেট সেবা। আপাতত ব্রডব্যান্ড ইন্টারনেট সচল হয়েছে। তবে বন্ধ আছে মোবাইল ডাটা।
মঙ্গলবার (২৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জায়গায় ইন্টারনেট পেতে শুরু করেন ব্রডব্যান্ড গ্রাহকরা। তবে গ্রাহকরা ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সমস্যায় পড়েছেন।
এর আগে দুপুরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মেদ পলক বলেন, আজ রাত থেকে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড সেবা চালু করা হবে।
গত বুধবার থেকে মোবাইল ইন্টারনেট এবং বৃহস্পতিবার রাত থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ ছিল।
এমএ