তিন বছর পর লাভের মুখ দেখা বিএনপি ফের ঘাটতিতে
লাভের পর আবারও আর্থিক ঘাটতির মুখে পড়েছে মাঠের রাজনীতির প্রধান বিরোধী দল বিএনপি। নির্বাচন কমিশনে পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসেবে এমন চিত্র দেখা গেছে।
টানা তিন বছর ধরে ঘাটতিতে থাকার পর গত বছর লাভের মুখ দেখে বিএনপি। কিন্তু এবারও ফের আয়ের চেয়ে ব্যয় বেড়েছে দলটির। এবার দলটির আয় থেকে ব্যয় বেশি হয়েছে দুই কোটি ৫৪ লাখ ৪৩ হাজার ৮১৯ টাকা।
সোমবার (২৯ জুলাই) নির্বাচন কমিশন (ইসি) সচিব শফিউল আজিমের কাছে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকারের জমা দেওয়া হিসাব বিবরণী থেকে এসব তথ্য জানা গেছে।
আরও পড়ুন
২০২৩ সালে দলটির আয় হয়েছে এক কোটি ১০ লাখ ৮০ হাজার ১৫১ টাকা। আর ব্যয় হয়েছে তিন কোটি ৬৫ লাখ ২৩ হাজার ৯৭০ টাকা। অফিস খরচ স্টাফদের বেতন, পত্রিকায় বিজ্ঞাপন, পোস্টার লিফলেট, ইফতার আয়োজন ও গুম-খুনের শিকার দলীয় নেতাকর্মীদের পরিবারদেরকে আর্থিক সহযোগিতা বাবদ খরচে এটা ব্যয় হয়েছে। আয়ের চেয়ে ব্যয় বেশি হয়েছে দুই কোটি ৫৪ লাখ ৪৩ হাজার ৮১৯ টাকা।
দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর জমা দেওয়া হিসাব বিবরণী অনুযায়ী, ২০২২ সালে দলটি মোট আয় করেছিল পাঁচ কোটি ৯২ লাখ ৪ হাজার ৬৩২ টাকা। আর ব্যয় হয়েছিল তিন কোটি ৮৮ লাখ ৩৩ হাজার ৮০৩ টাকা। অর্থাৎ দলটির লাভ হয়েছিল দুই কোটি ৩ লাখ ৭০ হাজার ৮২৯ টাকা। তার আগে টানা তিন বছর লাভের মুখ দেখেনি দলটি।
গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে নিবন্ধিত দলগুলোকে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে দাখিল করতে হয়। এর আগে বাংলাদেশ আওয়ামী লীগসহ বেশি কয়েকটি দল ইসিতে হিসাব জমা দিয়েছে।
এসআর/এমজে