কোটা সংস্কার আন্দোলন
সহিংসতায় নিহতদের স্মরণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের শোক পালন

কোটা সংস্কার আন্দোলনের নামে সংঘটিত সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডে হতাহতের ঘটনায় নিহতদের স্মরণে শোক পালন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (৩০ জুলাই) শোক পালনের অংশ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারী কালো ব্যাজ ধারণ করেন।
এছাড়া নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দুপুরে মন্ত্রণালয়ের মসজিদে দোয়া ও মোনাজাত করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত সবাই এতে অংশগ্রহণ করেন।
এনআই/পিএইচ