শুল্কমুক্ত সুবিধার আওতায় জাতিসংঘের ৩৪ সংস্থা

জাতিসংঘের আওতাধীন অঙ্গপ্রতিষ্ঠান ও বিশেষায়িত ৩৩টি প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন পণ্য আমদানিতে শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে নতুন করে আরও একটি সংস্থা শুল্কমুক্ত সুবিধার আওতায় এসেছে, সেটা হলো ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসেস। অর্থাৎ সব মিলিয়ে ৩৪টি প্রতিষ্ঠান শুল্কমুক্ত সুবিধার আওতায় এলো।
বুধবার (৩১ জুলাই) এনবিআরের শুল্ক বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। ওই আদেশের আওতায় শুল্কমুক্ত গাড়ি ও অফিস যন্ত্রপাতিসহ সব ধরনের পণ্য ও সেবা আনতে পারবে প্রতিষ্ঠানগুলো।
ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসেস ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হলেও বাংলাদেশের এর কার্যক্রম শুরু হয় ২০২২ সালে। যা এখন শুল্কমুক্ত সুবিধার আওতায় আনা হলো। জাতিসংঘের কনভেনশন অন দ্য প্রিভিলেজেস অ্যান্ড ইমিউনিটিস অব স্পেশালাইজড এজেন্সিসের আওতায় এ ধরনের শুল্ক সুবিধা দেওয়া হয়।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- ইকোনোমিক কমিশন ফর ইউরোপ (ইসিই), ইকোনোমিক কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্যা ফার ইস্ট (ইসিএএফই), ইকোনোমিক কমিশন ফর লেটিন আমেরিকা, ইকোনোমিক কমিশন ফর আফ্রিকা (ইসিএ), ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট (ইউএনসিটিএডি), ইউনাইটেড নেশনস এনভারোমেন্ট প্রোগ্রাম (ইউএনইপি), ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএনআইডিও), ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড (ইউনিসেফ) ইউএনডিপি, ইউএনএফপিএ, ইউএনএইচসিআর, ইউএনপিএফ, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) ইত্যাদি।
আরএম/এসএম