বাসা থেকে ডেকে নিয়ে যুবককে ছুরিকাঘাত

রাজধানীর কদমতলীর জুরাইনে বাসা থেকে ডেকে নিয়ে রবিন (২৪) নামে এক যুবককে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার ( ৬ মে) পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
রবিন কদমতলীর জুরাইনের কুসুমবাগ এলাকায় স্ত্রী ও সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকেন। তার বাবার নাম আমির হোসেন।
আহত রবিন ঢাকা পোস্টকে বলেন, আমি জুরাইন রেলগেট এলাকায় ফুটপাতে জুতা বিক্রি করি। করোনার কারণে এখন দোকান বন্ধ। সকালে আমি ও আমার স্ত্রী ঘুমিয়ে ছিলাম। হঠাৎ আমার বাসার দরজায় জোরে ধাক্কা দেয় সোহাগ ও সৈকত। দরজা খুলে বাইরে বের হলে তারা আমাকে মারতে মারতে নিচে নামিয়ে আনে। এ সময় সোহাগ সৈকতকে বলে ‘ওরে শেষ করে দে’। এ কথা শোনে সৈকত আমার শরীরে ছুরি ঢুকিয়ে দেয়। তাদের সঙ্গে আরেকজন ছিল তার নাম আমি জানি না।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, পূর্ব শত্রুতার জেরে রবিনকে ছুরিকাঘাত করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে তিনি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন। আমরা কদমতলী থানায় খবর দিয়েছি।
এসএএ/এসকেডি