পাকিস্তান হাইকমিশনে ৩ সমন্বয়কের সহায়তা চাওয়া ‘মিথ্যা প্রচারণা’
কোটা সংস্কার আন্দোলনের তিন সমন্বয়ক ঢাকার পাকিস্তান হাইকমিশনের কাছে সহায়তা চেয়েছে মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ কয়েকটি পোস্ট দেখা যাচ্ছে। এটি সঠিক নয়, মিথ্যা প্রচারণা বলে জানিয়েছেন পাকিস্তান হাইকমিশনের কাউন্সেলর (প্রেস) মো. ফসিহ উল্লাহ খান।
শুক্রবার (২ আগস্ট) রাতে ঢাকা পোস্টকে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন মো. ফসিহ উল্লাহ।
আরও পড়ুন
হাইকমিশনের কাউন্সেলর বলেন, এটা সঠিক নয়, মিথ্যা প্রচারণা। পাকিস্তান হাইকমিশন গত ১৮ জুলাই বাংলাদেশে থাকা পাকিস্তানি নাগরিক ও শিক্ষার্থীদের জন্য ভ্রমণ সতর্কতা দিয়েছিল। এরপর আর কোনো নির্দেশনা প্রচার করেনি।
ফেসবুকে যে অ্যাডভাইজরি বা পরামর্শ সংক্রান্ত একটি প্রচারণা চালানো হচ্ছে তাতে লেখা রয়েছে, ঢাকার পাকিস্তান কনস্যুলেট বাংলাদেশে শিক্ষার্থীদের চলমান বিক্ষোভকে কেন্দ্র করে একটি বিবৃতি দিয়েছে। কনস্যুলেট স্বীকার করছে যে, আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট তিন সমন্বয়ক সহায়তা চেয়েছে। জবাবে কনস্যুলেট আশ্বস্ত করছে যে, তাদের (সমন্বয়কদের) সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। কনস্যুলেট আরও সহায়তার দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে এবং যেকোনো শিক্ষার্থীকে সহযোগিতা করার বিষয়ে উৎসাহী।
প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হওয়া বিবৃতিতে পাকিস্তান কনস্যুলেটের কথা বলা হয়েছে। কিন্তু ঢাকায় পাকিস্তানের হাইকমিশন রয়েছে।
এনআই/এমজে