যাত্রাবাড়ী থেকে বস্তাবন্দি যুবকের মরদেহ উদ্ধার
রাজধানীর যাত্রাবাড়ী থেকে বস্তাবন্দি অবস্থায় মো. নুরুন্নবী নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২ আগস্ট) দুপুরে যাত্রাবাড়ী থানার পেছনের কাঁচাবাজার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন
নিহত নুরুন্নবী কক্সবাজারের চকরিয়া থানার প্রহর ফান্ডা গ্রামের মৃত ইমাম শরীফের ছেলে।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ওয়াসিম বিল্লাহ। তিনি বলেন, শুক্রবার দুপুরের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে ককশিটের বাক্সের ভেতর থেকে বস্তাবন্দি অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওয়াসিম বিল্লাহ আরও বলেন, ধারণা করা হচ্ছে— অজ্ঞাত ব্যক্তিরা নিহতকে লাঠি দিয়ে পিটিয়ে মৃত্যু নিশ্চিত করে। পরে বস্তাবন্দি অবস্থায় ফেলে রেখে যায়। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
এসএএ/এমজে