হাজারো শিক্ষার্থীর স্রোত মিশেছে আফতাবনগরে
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর আফতাবনগরে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে হাজার হাজার শিক্ষার্থী বিক্ষোভ করছেন। শিক্ষার্থীদের অবস্থানের কারণে রামপুরা ব্রিজ থেকে আফতাবনগর যাওয়ার রাস্তায় যানচলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এছাড়া শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিয়েছেন অভিভাবকেরাও।
আজ (শনিবার) সকাল সাড়ে ১০টা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রধান ফটকের সামনে আসতে শুরু করেন।
বেলা সাড়ে ১১টা পর্যন্ত ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে কয়েকশো শিক্ষার্থী অবস্থান নিয়েছিলেন। দুপুর ১২টার পর হাজারো শিক্ষার্থীর ঢল নামে। একেকটি মিছিলে হাজার হাজার শিক্ষার্থী আসতে থাকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে। দুপুর ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত সময়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রধান ফটকের সামনের রাস্তা এখন হাজার হাজার শিক্ষার্থীর দখলে।
এ ছাড়া আরও দেখা যায়, শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়েছেন অভিভাবকেরাও। অভিভাবকেরাও দলে দলে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে শিক্ষার্থীদের আন্দোলনে অংশগ্রহণ করেছেন।
আরও পড়ুন
বেলা সাড়ে ১১টা পর্যন্ত আফতাবনগরে মেইন গেইটের কাছে পুলিশ সদস্যদের উপস্থিত লক্ষ্য করা গেলেও দুপুর ১টার পর সেখানে পুলিশ সদস্যদের আর দেখা যায়নি।
এমএসি/এনএফ