স্লোগানে উত্তাল সায়েন্সল্যাবের সড়কে প্রতিবাদী গ্রাফিতি

সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও নয় দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে বিক্ষোভ মিছিল করছেন শিক্ষার্থীরা। শনিবার (৩ আগস্ট) দুপুর থেকে স্লোগানে উত্তাল হয় সায়েন্সল্যাব এলাকা। এছাড়াও সরকার বিরোধী গ্রাফিতি করে শিক্ষার্থীদের হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছেন তারা৷
এসব গ্রাফিতিতে— স্টেপ ডাউন হাসিনা, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, উই ওয়ান্ট জাস্টিস, লিখে প্রতিবাদ জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।
এদিন আগে থেকেই সেখানে অবস্থান নেয় পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিউমার্কেট রাস্তার মুখে অবস্থান নিতে দেখা গেছে৷ তবে আগের দিনের মতো আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের কাউকে এই এলাকায় অবস্থান করতে দেখা যায়নি৷
আরও পড়ুন
এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেন— জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস/ দিয়েছি তো রক্ত, আরও দিবো রক্ত/ স্বৈরাচারের গতিতে আগুন জ্বালো একসাথে/ জ্বালারে জ্বালো, আগুন জ্বালো/ আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে/ আমার ভাই শহীদ কেনো, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন/ আনাদের আন্দোলন চলছে-চলবে।
এদিকে সারাদেশে আজ বিক্ষোভ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে রোববার থেকে অনির্দিষ্টকালের ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ঘোষণায় জানানো হয়, সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে শনিবার (৩ আগস্ট) সারাদেশে বিক্ষোভ মিছিল ও রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হলো।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, শনিবার সারাদেশের প্রতিটি পাড়া-মহল্লায়, প্রতিটি জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। এরপর থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে।
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৬ জুলাই থেকে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটতে থাকে। এসব ঘটনায় সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত ১৫০ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে। যদিও বিভিন্ন গণমাধ্যমে এ সংখ্যা দুই শতাধিক বলে দাবি করা হচ্ছে।
এমএম/এমএসএ