কোটা সংস্কার আন্দোলন : বন্ধ সায়েন্স ল্যাব-মিরপুর সড়ক
চলমান কোটা সংস্কার আন্দোলনে সায়েন্স ল্যাব মোড়ে জড় হয়েছেন শিক্ষার্থী এবং অভিভাবকরা। সরকারবিরোধী নানা স্লোগানে শিক্ষার্থী হত্যার বিচার চাইছেন তারা। এদিকে এ আন্দোলন ঘিরে পুরো সায়েন্স ল্যাব এলাকায় আন্দোলনকারীদের অবস্থানে বন্ধ হয়ে গেছে নিউ মার্কেট-সায়েন্স ল্যাব ও মিরপুর সড়ক।
শনিবার (৩ আগস্ট) বেলা ১২টা থেকে শুরু হওয়া এ বিক্ষোভে সময়ের সঙ্গে সঙ্গে নামছে জনমানুষের ঢল। সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি এ আন্দোলনে সংহতি জানাচ্ছেন পথচারী, রিকশাচালক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি পেশার জনগণ।
সায়েন্স ল্যাব এলাকা ঘুরে দেখা গেছে, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে/জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস/দিয়েছি তো রক্ত, আরও দিবো রক্ত/স্বৈরাচারের গতিতে আগুন জ্বালো একসঙ্গে/ জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো/ বুকের ভেতর অনেক ঝড়; বুক পেতেছি গুলি কর’/১, ২, ৩, ৪ হাসিনা তুই গদি ছাড়সহ সরকারবিরোধী নানা স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা।
এর আগে আন্দোলনকারীদের মধ্যে একজন ঘোষণা দেন, আমরা এখানে শান্তিপূর্ণ আন্দোলন করতে এসেছি। আমরা বিশ্বাস করি, পুলিশ আমাদের ওপর আক্রমণ করবে না।
দেখা যায়, সায়েন্সল্যাব মোড়ে সকাল থেকে অনেক পুলিশ সদস্য অবস্থান করছিলেন। তবে আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের কাউকে এই এলাকায় অবস্থান করতে দেখা যায়নি।
এমএম/এসএম