শাহবাগে ছাত্রলীগ-আন্দোলনকারীদের সংঘর্ষ, সতর্ক অবস্থানে পুলিশ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চলমান অসহযোগ কর্মসূচিতে শাহবাগে ছাত্রলীগ, যুবলীগের নেতা-কর্মীদের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া, সংঘর্ষের ঘটনা ঘটেছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভেতরে থাকা অন্তত ৫০টি গাড়িতে ভাঙচুর ও অগ্নি সংযোগ করা হয়েছে। এসময় সতর্ক অবস্থায় দেখা যায় পুলিশ সদস্যদের।
রোববার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে বিএসএমএমইউ হাসপাতালের ভেতর থেকে ইটপাটকেল নিক্ষেপের পর শাহবাগ থেকে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে বিএসএমএমইউর দিকে রওনা দেন। ভেতর থেকে ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে আন্দোলনকারীরাও ধাওয়া দেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের ভেতরে থাকা অ্যাম্বুলেন্স, প্রাইভেটকার, মোটরসাইকেলসহ অন্তত ৫০টি গাড়িতে ভাঙচুর করতে দেখা যায়। তবে ভাঙচুর অগ্নিসংযোগে জড়িতদের পরিচয় শনাক্ত করা যায়নি।
আরও পড়ুন
এসময় আতঙ্কিত বিএসএমএমইউ হাসপাতালের রোগী, স্বজন ও চিকিৎসক নার্সদের দিগ্বিদিক ছুটোছুটি শুরু করেন। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে আশপাশে দেখা যায়নি পুলিশ সদস্যদের।
রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) আশরাফ হোসেন বলেন, পুলিশ নিরাপদ দূরত্বে আছে। সার্বিক পরিস্থিতিতে কথা বলার মতো অবস্থা নেই।
জেইউ/এমএসএ