হঠাৎ উত্তপ্ত বাটা সিগন্যাল, টায়ারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠেছে রাজধানীর বাটা সিগন্যাল এলাকা। বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সঙ্গে দুপুর দেড়টার পর সড়কে টায়ার ফেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় পার্শ্ববর্তী পুলিশ বক্সে ভাঙচুরও চালানো হয়।
রোববার (৪ আগস্ট) দুপুরে নিউমার্কেট পুলিশ ফাঁড়ির এক কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, বাটা সিগন্যাল মোড়ে দুপুরের পর থেকে থেমে থেমে ভাঙচুর এবং সড়কে টায়ার ফেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে সেখানে পুলিশ নেই।
আরও পড়ুন
অপরদিকে সকাল ১০টা ২৫ মিনিট থেকে এখন পর্যন্ত সায়েন্সল্যাব মোড়ে অবস্থান ধরে রেখেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকরা। তারা সড়ক অবরোধ করে, সরকারের পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তবে এখন পর্যন্ত এই এলাকা এবং আশপাশে পুলিশ, বিজিবি বা অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রকাশ্য অবস্থান দেখা যায়নি।
আরএইচটি/এসকেডি