সাংবাদিক সাঈদ খানের মুক্তির দাবিতে মানববন্ধন
আন্দোলনে নিহত সাংবাদিকদের ক্ষতিপূরণ এবং মিথ্যা মামলায় আটক সাংবাদিক সাঈদ খানের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে সাংবাদিক সমাজ।
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি চত্বরে আয়োজিত মানব বন্ধন কর্মসূচিতে তাকে অবিলম্বে মুক্তির দাবি জানানো হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, মাঠে কাজ করতে গিয়ে সাংবাদিকরা হয়রানি ও নির্যাতন হামলার শিকার হচ্ছেন। চলমান কোটা বিরোধী আন্দোলন কর্মসূচি চলাকালে মেহেদী হাসানসহ ৪ জন নিহত হয়েছেন। এজন্য নিহত সাংবাদিকদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
একই সঙ্গে বক্তারা দি এশিয়ার মিররের সাংবাদিক সাঈদ খানকে গ্রেপ্তার করে মেট্রোরেল পোড়ানোর মিথ্যা মামলা দেওয়ার তীব্র নিন্দা জানান। তারা বলেন, সাঈদ ঘটনার দিন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অবস্থান করে নিউজ করেছে। কিন্তু তাকে রাতে গ্রেপ্তার করে মিথ্যা মামলা দিয়ে রিমান্ডে নিয়ে অমানবিক নির্যাতন করেছে।
এ সময় সাঈদ খানের স্ত্রী সাজিদা আক্তার ইতি বলেন, পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। তার দুই সন্তানকে অপরিসীম মানসিক যন্ত্রণা অসহায় অবস্থায় আছি। তিনি তার স্বামীকে মুক্তি দেওয়ার দাবি জানান।
মানববন্ধনে সাংবাদিক ফয়েজ আহমেদ, জসিম উদ্দিন, বশীর আহমেদ, তাপসী রাবেয়া আঁখি, তৌহিদুল ইসলাম মিন্টু, গোলাম সামদানি, আতিকুর রহমান, মশিউর রহমান, সিনিয়র সাংবাদিক মান্নান মারুফ, আবু সালেহ আকন এবং এম আব্দুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।
এনএম/এসকেডি