সারাদেশে আজ ৫৬টি অগ্নিসংযোগের খবর পেয়েছে ফায়ার সার্ভিস
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘিরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব সংঘর্ষে প্রাণহানির খবরও পাওয়া গেছে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকায় সাতজন ও সিরাজগঞ্জে ১৭ জনসহ সারাদেশে ৬৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে ঢাকা পোস্ট। অন্যান্য গণমাধ্যমে এই হতাহতের সংখ্যা আরও বেশি। এর মধ্যে সারাদেশে বিভিন্ন স্থানে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের রাত সাড়ে ৭টায় দেয়া তথ্য মতে, সারা দেশে ৫৬টি অগ্নিসংযোগের খবর পেয়েছে ফায়ার সার্ভিস। চলমান আন্দোলনের অংশ হিসেবে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ, সহিংসতা, ধাওয়া পাল্টা ধাওয়া ও বাধায় আগুনের অনেক ঘটনায় ঘটনাস্থলে পৌঁছতেই পারেনি ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের সিনিয়র স্টাফ অফিসার (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার ঢাকা পোস্টকে জানান, আমরা সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ঢাকাসহ সারাদেশে মোট ৫৬টি আগুনের কল পেয়েছি। এর মধ্যে শুধু ঢাকাতেই ১৭টি। অনেক ঘটনায় পরিস্থিতি ও বাধার কারণে ঘটনাস্থলে পৌঁছাতে বাধার সম্মুখীন হয়েছে ফায়ার সার্ভিস।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সারাদেশের অগ্নিসংযোগ বা অগ্নিকাণ্ডের ঘটনার তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরবর্তীতে তা জানানো হবে।
জেইউ/এসকেডি