পাওনা টাকা চাওয়ায় খুন, কঙ্কাল উদ্ধারের ১৪ মাস পর খুনি গ্রেফতার

পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ঝগড়ার এক পর্যায়ে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয় রুবেলকে (২৭)। হত্যার পর নিজ হাতেই লাশ মাটিতে পুঁতে রাখেন সোহরাব হোসেন বলী (৫৫)। কঙ্কাল উদ্ধারের ১৪ মাস পর লোমহর্ষক এই হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বৃহস্পতিবার (৬ মে) পিবিআই চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক সন্তোষ কুমার চাকমা সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। তিনি বলেন, সোহরাব খুনের কথা স্বীকার করে বৃহস্পতিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাকে গাজীপুর জেলার কালিয়াকৈর থেকে গ্রেফতার করা হয়েছে।
পিবিআই সূত্রে জানা গেছে, গত বছরের ২ মার্চ হালিশহর থানার চৌচালা এলাকায় ওয়াসার পাইপ লাইন প্রকল্পের সীমানা পিলার তৈরির সময় খোড়া গর্তে একটি কঙ্কাল দেখে পুলিশকে খবর দেয় শ্রমিকরা। এরপর রুবেলের ভাই লাশটি তার ভাইয়ের হতে পারে বলে জানায়। আদালতের নির্দেশে পরে ডিএনএ পরীক্ষা করে শনাক্ত করা হয় এটা রুবেলের কঙ্কাল। এর আগে ভাই নিখোঁজ হয়েছেন দাবি করে ২০১৯ সালের ২৮ নভেম্বর হালি শহর থানায় জিডি করেছিলেন সামছুল হক। তার আগে ২০১৯ সালের ১৯ নভেম্বর থেকে রুবেলের খোঁজ পাওয়া যাচ্ছিল না বলে জিডিতে উল্লেখ করা হয়েছিল।
মামলার তদন্ত কর্মকর্তা সন্তোষ জানান, হালিশহর চৌচালা এলাকায় রুবেল ও সোহরাব কৃষিকাজ করতেন। এতে দুজনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। একপর্যায়ে রুবেলের কাছ থেকে ২৮ হাজার টাকা ধার নেন সোহরাব। পরে এই টাকা ফেরত চাইলে তাদের মধ্যে ঝগড়া হয়। এর একপর্যায়ে দা দিয়ে কুপিয়ে রুবেলকে হত্যা করেন সোহরাব। ঘটনাটি ঘটেছিল ২০১৯ সালের ১৯ নভেম্বর। পরে লাশ মাটিতে পুতে ফেলেন সোহরাব। আর রুবেলের কাছ থেকে মোবাইলটি নিয়ে নেন। পরে মোবাইলটি বিক্রি করে দেন তিনি। হত্যাকাণ্ডের তিনদিন পর চট্টগ্রাম ছেড়ে চলে যান সোহরাব।
তদন্ত কর্মকর্তা সন্তোষের কুমার চাকমা বলেন, ডিএনএ টেস্টে রুবেলের পরিচয় জানার পর তদন্তে তার বন্ধু সোহরাবের ওপর সন্দেহ তৈরি হয়। কিন্তু হত্যাকাণ্ডের পরপরই সোহরাব বগুড়া চলে গিয়েছিলেন। সেখানে গিয়ে চরাঞ্চলে বর্গা চাষ শুরু করেন। পুলিশ তার খোঁজ শুরু করেছে বুঝতে পেরে বগুড়া ছেড়ে গাজীপুরের কালিয়াকৈর গিয়ে গরু পালনের কাজ নিয়েছিলেন। প্রযুক্তির ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার (৫ মে) দিবাগত রাত চারটার দিকে তাকে গ্রেফতার করা হয়।
কেএম/এইচকে