সোমবার বিকেলে কূটনীতিকদের ব্রিফ করার কথা ছিল হাছান মাহমুদের
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে ঢাকায় অবস্থানরত বিদেশি মিশন, জাতিসংঘসহ বিভিন্ন সংস্থাপ্রধানদের সোমবার (৫ আগস্ট) বিকালে ব্রিফ করার কথা ছিল সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের।
ঢাকার কূটনৈতিক সূত্রগুলো বলছে, প্রায় ৭০এর মতো বিদেশি কূটনীতিক ও সংস্থাপ্রধানদের বাংলাদেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে গতকাল সোমবার বিকাল সাড়ে ৪টায় রাজধানীর একটি হোটেলে ব্রিফ করার প্রস্তুতি ছিল হাছান মাহমুদের।
এদিন দুপুরের আগে শিক্ষার্থী ও সাধারণ জনতা ঢাকার সড়ক দখলে নেওয়া শুরু করার পর সিদ্ধান্ত বাতিল করতে হয়।
এর আগে, কোটা আন্দোলন ইস্যুতে প্রথম গত ২১ জুলাই রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় ঢাকায় অবস্থানরত বিদেশি মিশন, জাতিসংঘসহ বিভিন্ন সংস্থাপ্রধানদের ব্রিফ করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।
তার আগে গত ২৪ জুলাই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থাপনায় যে ধ্বংসযজ্ঞ হয়েছে তার মধ্য থেকে কিছু স্থান ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের সরেজমিনে দেখানো হয়।
সবশেষ, ১ আগস্ট উন্নয়ন অংশীদার দেশগুলোর কূটনীতিকদের ব্রিফ করেছিলেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
এনআই/এমএসএ