চট্টগ্রামে করোনায় আরও তিনজনের মৃত্যু

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও তিনজন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৫২ জনে।
এদিকে নতুন করে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১০৮ জন। এ নিয়ে জেলায় শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫০ হাজার ৮৮৩ জন।
শুক্রবার (৬ মে) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী বলেন, চট্টগ্রামের ৮টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ১ হাজার ৮৬টি নমুনা পরীক্ষায় ১০৮ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে চট্টগ্রাম নগরীর ৮৬ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ২২ জন রয়েছেন। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছেন ৫০ হাজার ৮৮৩ জন। এর মধ্যে চট্টগ্রাম নগরীর ৪০ হাজার ৭৫৫ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১০ হাজার ১২৮ জন রয়েছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনসহ করোনায় চট্টগ্রামে মোট মৃত্যু হয়েছে ৫৫২ জনের। এর মধ্যে নগরীর ৪০৯ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১৪৩ জন রয়েছেন।
কেএম/এসকেডি