আইনশৃঙ্খলার উন্নতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান
বর্তমান সময়কালে যেসব শিক্ষার্থী, যুব-সাধারণ জনগণ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিকসহ যারা নিহত হয়েছেন, তাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। একই সঙ্গে সাম্প্রদায়িক হামলা, লুটতরাজ বন্ধ করে দেশে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে তারা।
রোববার (১১ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব আহ্বান জানান পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম।
মানববন্ধনে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, দেশের বিভিন্ন স্থানে জনগণের ওপর হামলা এবং লুটপাটের ঘটনা ঘটছে। সংখ্যলঘু সম্প্রদায় আক্রমণের শিকার হচ্ছে। দেশের নারী সমাজ ও জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছে। রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় ডাকাতির আশঙ্কায় মানুষকে নির্ঘুম রাত কাটাতে হচ্ছে। আমরা এই পরিস্থিতির দ্রুত অবসান ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানাচ্ছি।
আমরা আরও উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অস্থিতিশীলতার সুযোগে রাষ্ট্রীয় সম্পদ এবং আমাদের শিল্প-সংস্কৃতি-কৃষ্টি ঐতিহ্যের স্মারকগুলো ধ্বংস করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির মাধ্যমে অবিলম্বে এ সমস্ত অপতৎপরতা বন্ধ করা হোক। দেশে অর্ন্তবর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আমরা চাই এমন একটা বৈষম্যহীন রাষ্ট্র, সমাজ ব্যবস্থা, যেখানে নারীর মর্যাদা, সম-অধিকার এবং ন্যায়বিচার নিশ্চিত হবে। দেশের সার্বিক অগ্রগতির লক্ষ্যে অংশীজনের সঙ্গে আলোচনার সব পর্যায়ে নারীকে অন্তর্ভুক্ত করতে হবে।
তিনি আহ্বান জানিয়ে বলেন, আমরা নারী সমাজ গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, সমতাভিত্তিক, মানবিক রাষ্ট্র, সমাজ গঠনের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
মানববন্ধনে বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানুসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এমএইচএন/কেএ