বন্দিশালা থেকে মুক্তির দাবিতে সড়কে ভুক্তভোগীদের পরিবার

বন্দিশালা থেকে মুক্তির দাবিতে কাকরাইলে অবস্থিত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনের সড়কে অবস্থান নিয়েছেন ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা।
মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনের সামনে অবস্থান নেন তারা।
এর আগে সকাল ১১টায় মানববন্ধন করেছিলেন ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা।

মানববন্ধনে অংশ নিয়েছেন সাজেদুল কবির সাজেল। তার মা রেজিয়া বেগম রেভী ও ১২ বছর বয়সী বোন আফসানা নুরী আলিয়া ২০১৫ সালে নিখোঁজ হন। তার মা ও বোনকে তুলে নিয়েছিলেন আইনশৃঙ্খলা বাহিনী। তার বোনকে ছেড়ে দিলেও এখন খোঁজ মেলেনি মায়ের।
আরও পড়ুন
বিমা কর্মী রেজিয়া বেগম রেভীর সন্তান সাজেদুল কবির সাজেল ঢাকা পোস্টকে বলেন, আমার বিমা কর্মী ছিলেন। তিনি হোমল্যান্ড লাইফ ইনস্যুরেন্স কোম্পানির কক্সবাজার বাজার সার্ভিস সেন্টারে কাজ করতেন। ২০১৫ সালের ২২ সেপ্টেম্বরে গাবতলীর শ্যামলী পরিবহন কাউন্টার থেকে আমার মা ও বোনকে তুলে নেওয়া হয়। আমার বোনকে ফিরে ফেলেও মাকে পাইনি। বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমার মাকে ফিরে পাওয়ার দাবি জানাই।
এমএসআই/এসকেডি