জিয়াউল আহসানের গ্রেপ্তার নিয়ে ডিএমপির সংশোধনী

সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি পাওয়া আলোচিত মেজর জেনারেল জিয়াউল আহসানকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছিল ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ। তবে সাড়ে ছয় ঘণ্টা পর গ্রেপ্তারের বিষয়ে সংশোধনী দিয়েছে ডিএমপি।
শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে ডিএমপি জানিয়েছিল রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে বৃহস্পতিবার (১৫ আগস্ট) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
এরপর রাত ৮টা ৩৫ মিনিটের দিকে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে ক্ষুদেবার্তা পাঠিয়ে জানানো হয়, সেনাবাহিনীর সদস্যরা সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানকে পুলিশের কাছে হস্তান্তর করেন।
আরও পড়ুন
ক্ষুদেবার্তায় ডিএমপি আরও জানায়, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় সেনাবাহিনীর আশ্রয় গ্রহণ করলে ১৫ আগস্ট দিবাগত রাতে সেনাবাহিনীর সদস্যরা তাকে পুলিশের কাছে হস্তান্তর করেন। এর পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়।
এমএসি/এসএসএইচ