ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স থেকে মোজাম্মেল বাবুর পদত্যাগ

স্বাস্থ্যগত কারণ দেখিয়ে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন ৭১ টেলিভিশনের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু।
সোমবার (১৯ আগস্ট) তিনি বিমা কোম্পানিটির পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দেন।
আরও পড়ুন
পদত্যাগপত্রে মোজাম্মেল হক বাবু উল্লেখ করেন, দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হওয়ায় গত ১ বছরেরও অধিক সময় তিনি কোনো বোর্ড সভায় উপস্থিত হতে পারেননি। এক বছর আগেই মৌখিকভাবে তিনি চেয়ারম্যানকে দায়িত্ব পালনে অপারগতার কথা জানিয়েছিলেন।
এ পর্যায়ে তিনি লিখিতভাবে পদত্যাগপত্র দাখিল করেছেন এবং তার অনুপস্থিতির দিন থেকে তা কার্যকর করার অনুরোধ জানিয়েছেন।
এনআই/এমএ