চার দফা দাবিতে এমএটিএসের মানববন্ধন
সব বৈষম্য দূরীকরণ ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে চার দফা দাবিতে মানববন্ধন করেছে দ্যা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (এমএটিএস) শিক্ষার্থীরা।
বুধবার (২১ আগস্ট) রাজধানীতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন তারা।
আরও পড়ুন
শিক্ষার্থীদের পক্ষে হালিমা আক্তার মিম বলেন, এমবিবিএস ডাক্তারের পাশাপাশি আমাদের সহযোগিতা ছাড়া পুরোপুরি স্বাস্থ্য সেবা নিশ্চিত করা সম্ভব নয়। আমরা চাই বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চল পর্যন্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে উপজেলা পর্যন্ত কর্মকর্তা বিসিএস সাধারণ ক্যাডার চাই এবং আমরা স্বাস্থ্য বিভাগের সংস্কার চাই ও সব বৈষম্য দূরীকরণের মাধ্যমে স্বাস্থ্যসেবার নিশ্চিতকরণ চাই।
এ সময় তারা চার দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলো হলো-
১। শূন্য পদে দশম গ্রেডে নিয়োগ দিতে হবে।
২। ক্লিনিক্যাল বিষয়ে উচ্চ শিক্ষা নিশ্চিত করতে হবে।
৩। ভাতাসহ ইন্টার্নশিপ বহাল করতে হবে।
৪। এলাইপোর্ট বাতিল করে মেডিকেল এডুকেশন অব বাংলাদেশ পোর্ট গঠন করতে হবে।
ওএফএ/এমজে