গাজীপুরে সিএনজির ধাক্কায় প্রাণ গেল বাস চালকের
গাজীপুরের চৌরাস্তায় সড়ক পারাপারের সময় দ্রুতগতির সিএনজির ধাক্কায় মো. নাজমুল হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পেশায় তিনি যাত্রীবাহী বাসের চালক।
শনিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। পরে দুপুরের দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত নাজমুল ঝালকাঠির নলছিটি থানার লাটিমসার গ্রামের জাকির হোসেনের ছেলে। বর্তমানে তিনি ২৮/৩ নং গোলাপবাগে ভাড়া থাকতেন।
আরও পড়ুন
নিহতের সহকর্মী শাহআলম বলেন, আজ সকালের দিকে গাজীপুর চৌরাস্তায় বাসের যাত্রী নামিয়ে গাড়ি বন্ধ করে রাস্তাপার হচ্ছিলেন নাজমুল। এমন সময় দ্রুতগতির একটি সিএনজি তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে শহিদ তাজউদ্দীন কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
এসএএ/এমএসএ