বন্যায় বর্তমানে বিদ্যুৎহীন ৯ লাখ গ্রাহক
ভারী বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে। অনেক স্থানে বিদ্যুৎ উপকেন্দ্র তলিয়ে যাওয়ায় বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। বন্যাকবলিত বিভিন্ন এলাকায় বর্তমানে বিদ্যুৎহীন রয়েছেন ৯ লাখেরও বেশি গ্রাহক।
শনিবার (২৪ আগস্ট) এক বার্তায় এ তথ্য জানায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
বন্যাকবলিত এলাকার মধ্যে চাঁদপুর,নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়ার এলাকার মোট গ্রাহকের সংখ্যা ৪৯ লাখ ৭১ হাজার ৩২১ জন। এর মধ্যে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন ৯ লাখ ২৪ হাজার ২৬৬ জন গ্রাহক।
এসব এলাকার ১৬৩ টি উপকেন্দ্রের মধ্যে ১৭টি এবং ৯০৫টি ১১ কেভি ফিডারের মধ্যে ১৬০ টি ফিডার বন্ধ রয়েছে।
ওএফএ/এসকেডি